ডাকসুতে ছাত্রশিবিরের সমন্বিত প্যানেল
আপডেট: ১৮ আগষ্ট ২০২৫ ৩:২০ পিএম

ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন এবং ইনকিলাব মঞ্চের সমন্বিত প্যানেল থেকে মোট ২৮ জন মনোনয়ন ফর্ম উত্তোলন করেছে। সমন্বিত প্যানেল থেকে ভিপি পদে ছাত্রশিবিরের সাদিক কায়েম, জিএস পদে ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ ও এজিএস পদে ঢাবি শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মনোনয়ন ফর্ম তুলেছেন।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা। এছাড়া বিভিন্ন সম্পাদক পদে রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসীম ( জুলাইয়ে চোখ হারানো শিক্ষার্থী), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সাব্বির (বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক), ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়া
এছাড়া ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে। তার মধ্যে মিফতাহুল ইসলাম মারুফ, রায়হান উদ্দিন, সর্ব মিত্র চাকমা, জয়েন উদ্দিন সরকার তন্ময়,
রাইসুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর সাবিকুন্নাহার তামান্না এবং সেক্রেটারি মোছা:আফসানা আক্তার রয়েছেন।
এআরএস
আপনার মূল্যবান মতামত দিন: