চাকসুর তফসিল ঘোষণা বৃহস্পতিবার

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫ ০৮:০৮ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

তিনি বলেন, শিক্ষার্থীদের ৩৪ বছরের প্রত্যাশার এই নির্বাচন আমরা আয়োজন করছি। সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে আমরা তফসিল ঘোষণা করব। সামগ্রিকভাবে প্রস্তুতি শেষের পথে। খুব শিগগিরই সবাই জানতে পারবেন কবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি শেষের পথে। দ্রুতই প্রকাশ করা হবে নির্বাচনি আচরণবিধি। সর্বশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরা ভোটার হিসেবে অংশ নিতে পারবেন।

এদিকে দ্রুত চাকসুর তফসিল ঘোষণা, শতভাগ আবাসন সুবিধা ও সেশনজট নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির নেতাকর্মীরা। গতকাল রোববার প্রশাসনিক ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

দীর্ঘ ৩২ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ছয়বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ এবং সর্বশেষ ১৯৯০ সালে।

ইতোমধ্যে ১০ সদস্যের চাকসু নির্বাচন কমিশন গঠন করেছে কর্তৃপক্ষ। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিনকে। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর