ইবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে আমিরুল, সুলতানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৫ ২০:০৮ পিএম

ইবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে আমিরুল, সুলতানা

মো. মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন 'সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি'র নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সিফাত সুলতানা

শনিবার (৩০ আগস্ট) সংগঠনটির উপদেষ্টামণ্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবং আগামী ৬ মাসের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
 
কমিটিতে সহসভাপতি হিসেবে ইসতিয়াক আহম্মেদ শুভ, রায়হান বিশ্বাস, শামীম রেজা, নূপুর, শরীফ, এসএম শিহাব উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রানা, মুতাসিম বিল্লাহ, আলমগীর হোসেন, নাহিদ রানা, সাদিয়া ইসলাম জেসমিন, আশিকুর রহমান এবং তুহিন হোসাইন দায়িত্ব পেয়েছেন। 
 
সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল নোমান, সহসাংগঠনিক হিসেবে আল আমিন হোসেন, আমিনুল ইসলাম নিলয়, তৈয়বা ইসলাম অবনী, আইয়ুব সরকার, দপ্তর সম্পাদক হিসেবে মো. মুন্না মিয়া, উপ দপ্তর সম্পাদক তুষার ইমরান,অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহ-অর্থ সম্পাদক রায়হান আলী খান, প্রচার সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ-প্রচার সম্পাদক নূর আলম,ক্রীড়া সম্পাদক কাওছার আলম, সহ-ক্রীড়া সম্পাদক মেহেদি হাসান রাকিব, আইন সম্পাদক সুমাইয়া দিনা, সহ-আইন সম্পাদক আতিক আনাম রোজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমরান হাসান, সহ-সংস্কৃতি সম্পাদক আমিনা রহমান সূচনা, ধর্ম বিষয়ক সম্পাদক আহমাদুল্লাহ, উপ ধর্ম বিষয়ক সম্পাদক আইনুল, ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত রিয়া, সহ ছাত্রী বিষয়ক সম্পাদক জারিন আক্তার মিম ও সাইমা বিনতে সাইম দায়িত্ব পেয়েছেন। 
 
এছাড়া কমিটিতে রয়েছেন সমাজসেবা সম্পাদক রেদোয়ান, সহ-সমাজসেবা সম্পাদক তরিকুল ইসলাম, তামিম আনছারী, সাহিত্য বিষয়ক সম্পাদক সাবিদ সরকার সাওন, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক অনামিকা, শিক্ষা বিষয়ক সম্পাদক জোনাইদ ইসলাম পলক, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম অরুণ। কার্যনির্বাহী সদস্য হিসেবে রাকিব হাসান, জুনাইদ আহম্মেদ, মনিরুল ইসলাম, হুমাইরা হিমি,শামীম রেজা এবং রিয়াদ হাসান কমিটিতে রয়েছেন। 
 
সভাপতি আমিরুল ইসলাম বলেন,  ‘জেলা ছাত্র কল্যাণ সমিতির সকল সদস্যকে আমাকে এই মহান দায়িত্বে নির্বাচিত করার জন্য। আমি ছাত্রদের কল্যাণে স্বচ্ছতা, ঐক্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্রদের অধিকার রক্ষা এবং শিক্ষা, সংস্কৃতি ও নেতৃত্ব বিকাশে সক্রিয় ভূমিকা রাখবো ইন শা আল্লাহ । এক্ষেত্রে সমিতির সবার সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছি। আমরা একসাথে এগিয়ে যাবো, সিরাজগঞ্জের গৌরব ও সম্মানকে আরও সমুন্নত করবো।’

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর