চবিতে যৌথ বাহিনীর অভিযান, থমথমে পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

চবিতে যৌথ বাহিনীর অভিযান, থমথমে পরিস্থিতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর গতকাল রবিবার (৩১ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা গেছে, যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব এবং বিজিবির সদস্যরা সেখানে টহল দিচ্ছেন। সংঘর্ষের স্থান বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটক-সংলগ্ন এলাকাসহ চারদিকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে, আজ সোমবার সকল ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপস্থিতি ও যানবাহন চলাচল খুব সীমিত দেখা গেছে।

অভিযানে থাকা দায়িত্বরত পেট্রোল কমান্ডার বলেছেন, “পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে। আমাদের অভিযান চলবে।”

সার্বিক পরিস্থিতির বিষয়ে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেছেন, “গতকাল (রবিবার) সংঘর্ষের পর আজ (সোমবার) ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি আছে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ আছে। ক্যাম্পাসের নিরাপত্তার জন্য যৌথ বাহিনী কাজ করছে।”

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর