ডাকসু নির্বাচনের দিনই শুধু ক্লাস বন্ধ থাকবে
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আবারও পরিবর্তন করেছে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সময় ক্লাস স্থগিত রাখার সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক কার্যক্রম এখন শুধু ভোট গ্রহণের দিন, মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বন্ধ থাকবে, আগে ঘোষিত চার দিনের বন্ধের পরিবর্তে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন বুধবার রাতের জরুরি সংবাদ সম্মেলনে এই নতুন সিদ্ধান্তের কথা জানান। এটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে আরেকটি পলিসি উ-টার্ন হিসেবে দেখা যাচ্ছে।
এর আগে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ ৩০ আগস্ট একটি বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছিলেন, ভোটের কারণে ৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে ১০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। চার দিনের এই স্থগিতাদেশ মূলত নির্বিঘ্ন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছিল।
তবে প্রার্থীরা দীর্ঘ সময়ের এই ক্লাস স্থগিতাদেশে অসন্তুষ্টি প্রকাশ করেন। একাধিক প্রার্থী লিখিত অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা দেন, দাবি করে যে দীর্ঘ বন্ধ শিক্ষার্থী জীবনের জন্য অনাবশ্যক এবং ব্যাঘাতমূলক।
নির্বাচন কমিশন দ্রুত এ বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্তকে সীমিত করেছে, যার ফলে শুধু ভোটের দিনই ক্লাস বন্ধ থাকবে। এই সমঝোতা শিক্ষার ধারাবাহিকতা ও নির্বাচনী প্রয়োজনের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্য রাখে।
বারবারের এই নীতি পরিবর্তন শিক্ষার সময়সূচী বজায় রাখা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার মধ্যে চলমান উত্তেজনাকে তুলে ধরে। শিক্ষার্থী ও শিক্ষকরা এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে বিভ্রান্তি প্রকাশ করেছেন।
ঢাকাবিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন বাংলাদেশের প্রধান বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মাইলফলক, যেখানে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন।
আপনার মূল্যবান মতামত দিন: