জাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের ৯ দফা ইশতেহার

‘স্বচ্ছতা ও দক্ষতায়, ন্যায্যতায় নিশ্চয়তায়’ স্লোগান সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে নিজেদের ৯ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী আরিফ উল্লাহ।
এ সময় প্যানেলের অন্যান্য কেন্দ্রীয় প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদপ্রার্থী ফেরদৌস আল হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) প্রার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা উপস্থিত ছিলেন।
জুলাইয়ের ছাত্র-আন্দোলনের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদবিরোধী পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে প্যানেলটি। একই সঙ্গে দোষী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।
সেশনজট নিরসনে অ্যাকাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন, মানোন্নয়ন পরীক্ষার সুযোগ এবং দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছে প্যানেলটি। শিক্ষার মান যাচাইয়ে কোর্স-শেষে শিক্ষকের মূল্যায়ন চালুর প্রস্তাবও রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইকোসিস্টেম রক্ষায় পূর্ণাঙ্গ ‘ইকোলজিক্যাল মাস্টারপ্ল্যান’ তৈরির দাবি করা হয়েছে। ক্যাম্পাসজুড়ে অভয়ারণ্য ঘোষণা, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
অন্তত ৫০ শতাংশ ডাইনিং ভর্তুকি আদায়, ক্যাফেটেরিয়ায় তিন বেলার খাবার ও বিকেলের নাস্তার ব্যবস্থা এবং পানির ফিল্টার স্থাপনের কথা বলা হয়েছে। এ ছাড়া ২৪/৭ অ্যাম্বুলেন্স, পূর্ণাঙ্গ মেডিকেল সেবা ও ডিজিটাল কুপন চালুর আশ্বাস দিয়েছেন প্রার্থীরা।
খেলার মাঠ ও সরঞ্জামের উন্নয়নের পাশাপাশি আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে।
যৌন নিপীড়ন প্রতিরোধ সেলকে শক্তিশালী করা, নারীদের জন্য নামাজের পৃথক ব্যবস্থা, ডে-কেয়ার, ব্রেস্ট ফিডিং কর্নার ও নারী কমনরুম স্থাপনকে গুরুত্ব দিয়েছে প্যানেলটি।
সব প্রশাসনিক কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্মার্ট আইডি কার্ড চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
অভ্যন্তরীণ পরিবহন সমস্যা সমাধান ও ‘লাইভ ট্র্যাকিং অ্যাপ’ চালুর পরিকল্পনা রয়েছে তাদের ঘোষণায়।
দৃষ্টিজয়ী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য র্যাম্প, লিফট, ব্রেইল বই, অডিও বুক ও শ্রুতিলেখক সরবরাহসহ ই-লার্নিং সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তারা।
জাকসুতে প্যানেল সংখ্যা ৭টি
১. শিক্ষার্থী ঐক্য ফোরাম - বাগছাস
২. সমন্বিত শিক্ষার্থী জোট- শিবির
৩. সংশপ্তক পর্ষদ - ছাত্র ইউনিয়ন (একাংশ)+ ছাত্রফ্রন্ট
৪. সম্প্রতির ঐক্য - ছাত্র ইউনিয়ন (একাংশ) + সাংস্কৃতিক জোট (একাংশ)
৫. স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ - স্বতন্ত্র +সাংস্কৃতিক জোট
৬. স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন - স্বতন্ত্র
৭. ছাত্রদল
২৫ পদের বিপরীতে লড়ছে ১৭৯ জন
তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস ) পদে ৬ জন। পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১০ জন।
এ ছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক ৬ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৮ জন, সাংস্কৃতিক সম্পাদক ৮ জন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, নাট্য সম্পাদক পদে ৫ জন, ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, নারী সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬ জন, পুরুষ সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬ জন, তথ্য ও প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ৭ জন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক ৮ জন, নারী সহ-সমাজসেবা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক পদে ৭ জন , পুরুষ সমাজসেবা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক পদে ৭ জন , স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক ৭ জন, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে ৭ জন, নারী কার্যকরী সদস্য পদে ১৬ জন এবং পুরুষ কার্যকরী সম্পাদক পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।
আপনার মূল্যবান মতামত দিন: