ডাকসুতে শিবির প্যানেল বিজয়ী হলে যুক্তরাষ্ট্রে একহাজার শিক্ষার্থীর ফ্রি উচ্চশিক্ষার সুযোগ
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫২ পিএম

প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে – যোগ্যতম নেতৃত্বের সমন্বয়ে একটি সুন্দর ও কার্যকর ডাকসু গঠনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিজয়ী হলে Trust Immigration Consultant ঢাকা বিশ্ববিদ্যালয়ের একহাজার ফ্রেশ গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীকে দিবে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার্জনের ফ্রি অফার!
অফারের আওতায় থাকছে –
• যুক্তরাষ্ট্রের র্যাংকিয়ে সেরা ৩০০ ইউনিভার্সিটিতে ফ্রি আপ্লিকেশনের সুযোগ
• ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি ওয়েভার
• সম্পূর্ণ সার্ভিস চার্জ-ফ্রি সাপোর্ট
• অ্যাপ্লিকেশন থেকে ভিসা পর্যন্ত ফ্রি গাইডেন্স
• সপ্তাহে ২৪ ঘণ্টা ডেডিকেটেড সাপোর্ট টিম
এই এক্সক্লুসিভ প্রজেক্টটি লিড করবেন–
যুক্তরাষ্ট্রের সেরা সব বিশ্ববিদ্যালয়ের দক্ষ শিক্ষক-শিক্ষার্থী ও একজন অভিজ্ঞ এটর্নির সমন্বয়ে একটি ডেডিকেটেড প্যানেল।
অফারটি ২০২৩-২০২৬ সালে গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। ফ্রি রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/ezvMpnhjnbTwAGe99
“Trust Immigration Consultant ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইউএসএ বেইজড একটি এডুকেশন কনসালটেন্সি ফার্ম”
আপনার মূল্যবান মতামত দিন: