জাকসুতে ২৫ পদের বিপরীতে ১৭৯ প্রার্থী

নিউজ ডেস্ক প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৯ এএম
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদে লড়ছেন ৪৬৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২, ছাত্রী ৫ হাজার ৮১৭।

জাকসুতে ২৫ পদের বিপরীতে ১৭৯ প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদে লড়ছেন ৪৬৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২, ছাত্রী ৫ হাজার ৮১৭।

জাকসুর ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী। ভিপি পদে চূড়ান্ত প্রার্থী ১০ জন, জিএস পদে ৯ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তবে একজন স্বতন্ত্র জিএস পদপ্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় এখন জিএস পদে লড়ছেন মূলত ৮ জন।

নারী যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬ জন ও পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ১০ জন।

জাকসু নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সমর্থিত প্যানেলের মধ্যে রয়েছে— জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম, ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আবদুর রশিদ জিতুর নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, বামপন্থী সংগঠন ও সাংস্কৃতিক জোট সমর্থিত সম্প্রীতির ঐক্য। এর বাইরে বামপন্থী সংগঠনগুলোর অন্য অংশের ‘সংশপ্তক পর্ষদ’ নামে ৫ সদস্যের আংশিক প্যানেল ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের একাংশের মুখপাত্র মাহফুজ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ নামে আরেকটি আংশিক প্যানেল রয়েছে। এর বাইরে অনেক প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়ছেন।

নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপির প্রার্থিতা বাতিল হওয়ায় তাদের প্যানেল ভিপি প্রার্থী ছাড়াই নির্বাচন করতে হচ্ছে।

ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের মো. শেখ সাদী হাসান, শিক্ষার্থী ঐক্য ফোরামের আরিফুজ্জামান উজ্জ্বল, শিক্ষার্থী সমন্বিত জোটের আরিফুল্লাহ আবিদ ও স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন জোটের আব্দুর রশিদ জিতুর মধ্যে জোরালো প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জিএস পদে ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী, শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম, শিক্ষার্থী সমন্বিত জোটের মাজহারুল ইসলাম, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের শাকিল আলী ও সম্প্রীতির ঐক্য প্যানেলের শরণ এহসানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে (পুরুষ) পদে ছাত্রদলের মো. সাজ্জাদউল ইসলাম, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন নিবিড় ভুঁইয়া, শিক্ষার্থী ঐক্য ফোরামের জিয়াউদ্দিন আয়ান, সম্প্রীতির ঐক্য প্যানেলের নূর এ তামিম স্রোত এবং শিক্ষার্থী সমন্বিত জোটের ফেরদৌস আল হাসানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে (নারী) ছাত্রদলের আনজুমান আরা ইকরা, শিক্ষার্থী সমন্বিত জোটের আয়েশা সিদ্দিকা মেঘলা, শিক্ষার্থী ঐক্য ফোরামের মালিহা নামলাহ ও সম্প্রীতির ঐক্য প্যানেলের ফারিয়া জামান—এই ৪ জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

এদিন ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ১ হাজার ৫০০ পুলিশ, সাত প্ল্যাটুন বিজিবি ও ৫ প্ল্যাটুন আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া যে কোনো অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর