বাচতে চান ক্যান্সারে আক্রান্ত নোবিপ্রবির শিক্ষার্থী মশিউর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী মশিউর রহমান মোল্লা এখন জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর ডান পাশের অণ্ডকোষে “Mixed Germ Cell” ধরনের ক্যান্সার ধরা পড়ে, যা ইতোমধ্যে দুই ফুসফুসে ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (NICRH) চিকিৎসাধীন।

মশিউর জানান, “প্রথমে আমার ডান পাশের অণ্ডকোষে টিউমার ধরা পড়ে। পরে চট্টগ্রামের সিএমসিতে অপারেশন করা হয়। রিপোর্টে দেখা যায়, এটি ক্যান্সার এবং তা ইতিমধ্যেই দুই ফুসফুসে ছড়িয়ে গেছে।”
 
এখন পর্যন্ত তাঁর চিকিৎসায় প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন, যেখানে চিকিৎসার সম্ভাব্য খরচ ২০ লাখ টাকার মতো।
কিন্তু আর্থিকভাবে দুর্বল পরিবারটির পক্ষে এই বিপুল ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
 
মশিউর জানান,“সব খরচ এখন আমার শ্বশুর দিচ্ছেন। কিন্তু এত বড় চিকিৎসা চালিয়ে যাওয়া আমাদের পক্ষে আর সম্ভব নয়।"
 
বর্তমানে মশিউর কেমোথেরাপি নিচ্ছেন। পাশাপাশি শ্বাসকষ্ট, বমি ও গলব্লাডারে পলি জমার সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ক্যান্সারের চিকিৎসায় উন্নতি হলে পরবর্তীতে গলব্লাডারেরও অপারেশন প্রয়োজন হবে।
 
মানুষের ভালোবাসায় বাঁচার আশায় মশিউর বললেন,“অনেকেই আমার পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদে

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর