চাকসু নির্বাচন, নগর ছাত্রদলের সদস্য সচিবের নেতৃত্বে বহিরাগতদের অবস্থান

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচন কে ঘিরে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে জড় হচ্ছে ছাত্রদল ও যুবদলের বহিরাগতরা।

১৫ অক্টোবর (বুধবার) সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ১ নং রেলগেট এলাকায় রফিক ছাত্রাবাসের সামনে ২০-৩০ টি হোন্ডাসহ শতাধিক বহিরাগত অবস্থান করছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন ও চট্টগ্রাম উত্তর ছাত্রদলের সেক্রেটারি সরোয়ার হোসেন রুবেল। কিছুক্ষণ পরপর তাদের নেতৃত্বে বাইক ও গাড়িতে করে জড় হচ্ছেন স্থানীয় ছাত্রদল ও যুবদলের কর্মীরা।

এ ব্যাপারে জানতে একাধিকবার কল করা হলেও চবি ছাত্রদলের সভাপতি ও সেক্রেটারি কেউই রিসিভ করেন নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, বিষয়টি আমরা জেনেছি। নিরাপত্তা বাহিনীদের জানানো হয়েছে। বহিরাগত কেউ যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে এ ব্যাপারে আমাদের শক্ত অবস্থান রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর