জবি ছাত্রদল নেতাকে হত্যার প্রতিবাদে ইবিতে ছাত্রদলের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ২৩:১০ পিএম

ইবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

রবিবার (১৯ অক্টোবর) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক আটকে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। 

এসময় "আমার ভাই কবরে খুনি কেন বাহিরে; জুবাইদ হত্যার ফাঁসি চাই; উই ওয়ান্ট জাস্টিস; আমার ভাই মরলো কেন ইন্টেরিম জবাব দে;  শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না; রশি লাগলে রশি নে, খুনিদের ফাঁসি দে" ইত্যাদি স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।

এসময় শাখা ছাত্রদলের সদস্য-সচিব মাসুদ রুমি মিথুন বলেন, এই হত্যাকান্ডের সাথে কারা জড়িত তা আমরা জানতে চাই। ইন্টেরিম সরকারকে বলতে চাই জুবায়েদ হত্যার সাথে জড়িতদের অতিদ্রুত গ্রেপ্তার করতে হবে। ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ খুনিদেরকে এখনো ধরা হয়নি। আমরা এই সরকারকে, এ প্রশাসনকে আর বেশি সময় দিবোনা, অতি দ্রুত সাজিদের খুনিদের ও জুবায়েদ হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ফাঁসি দিতে হবে।

এসময় ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আমরা জুলাই পরবর্তী একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু এর পরিবর্তে একের পর এক ছাত্রদল নেতাদের হত্যা করা হচ্ছে। ছাত্রদল নেতা সাম্যকে হত্যার পর আজ জবিতে ছাত্রদল নেতা জুবায়েদকে হত্যা করা হয়েছে। ইবি ছাত্রদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। জুবায়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সাজিদ হত্যার ৩ মাস পেরোলেও এখনো বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন খুনিদের খুঁজে বের করতে পারে নি। সাজিদের হত্যাকারীদের গ্রেফতার না করা অব্দি আমরা রাজপথ ছেড়ে যাবো না।

হত্যাকান্ডের বিচার চেয়ে তিনি বলেন, আমরা সকল হত্যাকান্ডের বিচার চাই। অন্যথায় আমরা শাটডাউনের মতো কর্মসূচি দিতে বাধ্য হবো। ইবি প্রশাসন বিচার করতে না পারলে তাদেরকে ক্যাম্পাসের আম বাগানে বা মেইন গেটের বাহিরে অফিস করতে হবে। আপনারা কোন জুজুর ভয়ে খুনিদের এখনো গ্রেফতার করছেন না তা ইবির ১৮ হাজার শিক্ষার্থীরা জানতে চায়। আমার ভয় হয়, কখন কোন হল থেকে কার লাশ পাওয়া যায়। হলে যাতে পূর্ণ নিরাপত্তা দেয়া হয়।

সবশেষে, ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু ও সকল দাবি ও খুনিদের বিচার না হলে প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলে জানান আহ্বায়ক সাহেদ আহম্মেদ।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর