বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে হিলিতে চিত্রা অঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫ ১২:০৪ পিএম

সংগৃহীত ফটো

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃদিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে শিশু ও কিশোরদের চিত্রাংকন ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতা তদারকি করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ মোনতাসির মামুন, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক টুকু, চিত্রা অঙ্কন বিদ্যালয়ের শিক্ষক মোঃ এনামুল হক সহ অনেকে।
এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আজকের এই চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিশু ও কিশোরদের মাঝে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান তিনি।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর