পটুয়ালী কলাপাড়ায় আগুন দিয়েছেন অটোরিকশা চালকের ঘরে।

মোঃজাহিদ তালুকদার, কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামে এক অটোরিকশা চালকের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছয়জন প্রতিবেশীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি করেছেন মোঃ বাবুল গাজী (৪০), যিনি পেশায় একজন অটোরিকশা চালক।
বাবুল গাজীর অভিযোগ, তার প্রতিবেশী মোঃ নাইম (২০), খলিল (৪৫), কুলসুম বিবি (৫০), সুলতান (৬০), ছনিয়া (৩০) ও মুনসুরা (৩০) দীর্ঘদিন ধরে তার সঙ্গে পারিবারিক বিরোধে লিপ্ত ছিলেন এবং নানা ভাবে হয়রানি করছিলেন।
ঘটনার বিবরণে তিনি জানান, রাতে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ৩টার দিকে স্থানীয় লোকজনের চিৎকারে ঘুম ভাঙে তার। পরে স্থানীয় মোঃ মোশারেফ হোসেন হাওলাদার এসে জানান, বাবুল গাজীর অটো রাখার ঘরে আগুন লেগেছে।
ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের ভেতরে রাখা কাঠ ও অটোসহ পুরো ঘরটি পুড়ে যায়।
বাবুল গাজী আরও দাবি করেন, পরবর্তীতে জানতে পারেন যে ঘটনার সময় মোশারেফ হোসেন নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি দেখতে পান, অভিযুক্ত ছয়জন ব্যক্তি একত্রিত হয়ে ঘরে আগুন লাগিয়ে সেখান থেকে তাদের নিজ বাড়ির দিকে পালিয়ে যায়।
বাবুল গাজী বলেন, “তারা দীর্ঘ ৩-৪ বছর ধরে আমাকে হয়রানি করছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আতঙ্কে আছি।”
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন ঘরটি কারেন্টে পুড়ে গেছে, এখন মিথ্যে অভিযোগ দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: