মির্জাপুরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

শামীম মিয়া ,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মায়ের করা মামলায় নিজের আপন মেয়ে শিশুকে(১১)ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)-৭।শিশুটি স্থানীয় একটি মাদরাসায় পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোজাম্মেল হোসেন (৩২)।সে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত দেলাজ মিস্ত্রির ছেলে।
মোজাম্মেল হোসেন পরিবার নিয়ে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
মামলা সুত্রে জানা যায়,২০১৩ সালে পারিবারিক ভাবে এই দম্পতির বিয়ে হয়।১১ বছরের একটি মেয়ে সন্তানও আছে তাদের সংসারে।স্বামী সিএনজি চালক ও স্ত্রী একটি পোশাক কারখানায় চাকরি করেন।মেয়েকে বাড়িতে রেখেই মা চাকরি করতেন।সম্প্রতি মেয়েটি তার মাকে শারীরিক কিছু সমস্যার কথা জানান। ঔষধ খাওয়ানোর পরও সমস্যা সমাধান না হওয়ায় মা খুব চিন্তিত হয়ে পড়েন।পরে গত ৫ এপ্রিল রাতে তার মেয়ে নিজ বাবার কাছে ধর্ষণের শিকার হয়েছে বলে তিনি প্রমাণ পায়। বিষয়টি নিয়ে তাকে জেরা করার ঘটনার সত্যতা স্বীকার করেন।পরে তিনি এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয় স্ত্রীকে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই শিশুটির মা মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।পরে বৃহস্পতিবার রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)-০৭’র একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে ফেনী এলাকা থেকে গ্রেপ্তার করে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. মোশারফ হোসেন সাংবাদিকদের জানান,এ রকম ন্যাক্কারজনক ঘটনা যেন কারও সাথে না ঘটে।অভিযুক্ত আসামীকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।আইনি প্রক্রিয়া সম্পন্নের পর ওই শিশুটিকে তার মায়ের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: