ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ০৫ মে ২০২৫ ২২:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। রোববার (৪ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ভারতীয় এক নাগরিক।

নিহত সাকিব (১৮) উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের বাসিন্দা মো. আব্দুল মোতালেবের ছেলে। আহত সুজন ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার রাতে মাদলা সীমান্তে চোরাই মোটরসাইকেল সংগ্রহের উদ্দেশে সাকিব ও সুজন অবস্থান করছিলেন। এসময় বিএসএফের সদস্যরা বাংলাদেশের অভ্যান্তরে ঢুকে গুলি ছোড়ে চলে যায়। এতে দুজন গুলিবিদ্ধ হন। সাকিবকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। অন্যদিকে সুজন ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম জানান, তিনি চোরাকারবারী ছিলেন। মোটরসাইকেল নামাতে গিয়েছিল। একজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থাগ্রহণের দাবি জানান স্থানীয়রা।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর