খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয়কে পুশ করল বিএসএফ
আপডেট: ০৭ মে ২০২৫ ৮:৪৪ পিএম

ভারতের অন্তত ৬৬ নাগরিককে বাংলাদেশে পুশ (ঠেলে দিয়েছে) করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে পুশইন করা হয়েছে।
বুধবার ভোরে তাদের সীমান্ত পার করে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকিয়ে দেওয়া হয়। তবে তাদের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে পারেনি কেউ। বিষয়টি নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, পানছড়ির রুপসেনপাড়া সীমান্ত দিয়ে ২৪ ও বিটিলা বিওপি সীমান্ত দিয়ে ৬ জনসহ মোট ৬৬ জন বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের অধিকাংশই নারী ও শিশু।
দক্ষিণ শান্তিপুর এলাকার বাসিন্দা আবুল হাসেম বলেন, বুধবার ভোরে শূন্যরেখা পার হয়ে ২৭ ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন। সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতর ঢুকলে তাদের আটক করেন স্থানীয়রা। তাদের স্থানীয় আবুল মেম্বারের বাড়িতে রাখা হয়। ওই বাড়ি থেকে তাদের হেফাজতে নেন স্থানীয় ডেবারপাড় ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এর আগে তাদের শুকনো খাবারের ব্যবস্থা করেন স্থানীয়রা।
৬৬ ভারতীয় নাগরিক অনুপ্রবেশের তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) নাজমুন আরা সুলতানা। তিনি জানান, বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে প্রবেশ করা সবাইকে বিজিবি বিভিন্ন স্থানে নিরাপত্তা হেফাজতে রেখেছেন। মানবিক সহযোগিতা বিবেচনায় তাদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
অনুপ্রবেশকারীদের সঙ্গে কথা বলে স্থানীয় গ্রামবাসীরা সাংবাদিকদের জানান, ভারতের গুজরাট থেকে বিমানে করে দেশটির এ নাগরিকদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তে জড়ো করা হয়। এরপর বিএসএফ সময়-সুযোগ বুঝে তাদের পুশইন করে। ত্রিপুরার বিভিন্ন সীমান্তে আরো সাড়ে চার হাজার নারী ও শিশুকে পুশইন করার জন্য জড়ো করা হয়েছে।
সীমান্ত অতিক্রম করে ভারতীয় নাগরিকরা কীভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সুযোগ পেল তা জানার জন্য বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু কেউ কোনো মন্তব্য করেনি।
আপনার মূল্যবান মতামত দিন: