চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ মে ২০২৫ ২০:০৫ পিএম
আপডেট: ০৭ মে ২০২৫ ৯:০৯ পিএম

সংগৃহীত ফটো

চাঁপাইনবাবগঞ্জ থেকে পদ্মা, সিল্কসিটিসহ সকল আন্তঃনগর ট্রেন চালুর দাবিসহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, গণসাক্ষার ও স্মারকলিপি কর্মসূচী পালিত হয়েছে।

সুজন- সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বুধবার বেলা ১১ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও ঘণসাক্ষর কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলার সর্বস্তরের জনগণ অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন, সুজনের সভাপতি আসলাম কবির, সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোেেকট ইসাহাক আলী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, কলেজ শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি বাবুল আখতার, জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রহমান অনু, সমাজসেবী আব্দুল মজিদ প্রমুখ।

বক্তারা বলেন, চাপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ ও রহনপুর শুল্ক ষ্ট্রেশন থেকে সরকার বছরে প্রায় ১৪’শ কোটি টাকা আয় করে থাকে। এই জেলার উবৃত্ত ধান এবং চাল সারাদেশে সরবরাহ হয়ে থাকে। অথচ একটি মাত্র আন্তঃনগর বনলতা ট্রেন চালু আছে, সেখানে মাত্র ২১০টি সীট বরাদ্দ রয়েছে। অথচ এই জেলায় প্রায় ১৮ লক্ষ অধিবাসী রয়েছে। তাই প্রান্তিক এবং সীমান্তবর্তী এই জেলা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে। অথচ পদ্মা, সিল্কসিটি, ধূমকেতু ও মধুমতিসহ সকল ট্রেন রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত চলে। তাই বর্তমান অন্তঃবর্তী সরকার এই জেলা থেকে এসব ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে দাবী করেন বক্তারা। বক্তারা আরও জানান, আগামী ১৩ মে’র মধ্যে এসব দাবী না মানলে আগামী ১৪ মে বনলতা ট্রেন অবরোধ করার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

শেষে নেতৃবৃন্দ পদ্মা, সিল্কসিটিসহ সকল আন্তঃনগর ট্রেনসহ ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বরাবর প্রেরণ করেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর