মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

শামীম মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার বিকাল প্রায় সাড়ে ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল বাইপাস মহাসড়কের গোড়াই মিলগেট নামক এলাকায়।ঘটনাস্থলেই উজ্জ্বল,আল-আমিন ও পরিচয় না জানাসহ ৩জন নিহত হন।
গোড়াই হাইওয়ে থানার পুলিশের তথ্য মতে, টাঙ্গাইলগামী একটি পিকআপ বিকাল সাড়ে ৫টার দিকে বাসা পরিবর্তনের জন্য মালামাল নিয়ে মিলগেটে পৌছালে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় পিকআপ ভ্যান।তাৎক্ষণিক ঐ সময়ই পিকআপের চালক,হেলপার ও মালামালের মালিকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ মহাসড়ক থেকে ধুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপটি সরিয়ে ফেলেন।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও স্টেশন অফিসার মোঃ বেলায়েত হোসেন বলেন,খবর পেয়ে আমরা দ্রুত স্পটে যায় তাদেরকে উদ্ধার করে হাইওয়ে থানায় হস্তান্তর করি।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাসুদ খান সাংবাদিকদের বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: