টেকনাফে বিজিবির তল্লাশি চৌকিতে ১৮ হাজার ইয়াবা সহ ট্রাকচালক আটক

হেলাল উদ্দিন, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ বিজিবি’র তল্লাশি চৌকিতে ১৮ হাজার ইয়াবা সহ ট্রাকচালককে আ'টক করা হয়েছে। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। আটক কারবারি টেকনাফের হ্নীলা ইউপির নয়াপাড়া এলাকার বশির আহমেদ এর ছেলে মোশারফ (২৬)।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান গণমাধ্যমকে সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন এর অধীনস্থ দমদমিয়া বিওপি’র একটি টহলদল দমদমিয়া তল্লাশি চৌকিতে নিয়মিত যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনাকালে নয়াপাড়ার মোছনী এলাকা হতে টেকনাফগামী একটি ট্রাক (কক্সবাজার-ড-১১-০১০১) থামিয়ে তল্লাশী করে। এসময় ট্রাক চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায়, তল্লাশীর একপর্যায়ে ট্রাক চালক দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহল দল কর্তৃক আটক করে, জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী চালকের আসনের নিচে লুকায়িত অবস্থায় প্লাষ্টিকের প্যাকেটে বিশেষ কৌশলে মোড়ানো ১৮,০০০ (আঠার হাজার) পিস ই'য়া'বা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও, অ বৈ ধ ভাবে মা'দ'কদ্রব্য বহনের দায়ে ট্রাকটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদক।দ্রব্য, আ ট ক কৃত ট্রাক ও আসামীকে প্রচলিত আইন অনুসারে স্থানীয় থানায় হস্তান্তর এবং মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: