পটুয়াখালীতে অর্ধকোটি টাকা আত্মসাৎকারী প্রতারক রেজাউল করিম ফরাজী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া,পটুয়াখালী : পটুয়াখালী জেলার কলাপাড়া থানার পাখিমারা এলাকার প্রতারক মোঃ রেজাউল করিম ফরাজী (৩৪), পিতা সিদ্দিকুর রহমান ফরাজী, দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে কলাপাড়া থানা পুলিশের একটি চৌকস দল মহিপুর থানাধীন আলিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রেজাউলের বিরুদ্ধে রয়েছে ৫টি সাজা পরোয়ানা ও ৬টি সিআর ওয়ারেন্ট। মুরগির ব্যবসার ছদ্মাবরণে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে তিনি প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করেন।
প্রতারণার পর দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন তিনি। কখনো ভাড়াবাসায়, কখনো আত্মীয়-স্বজনদের বাড়িতে লুকিয়ে থাকতেন। পুলিশকে বিভ্রান্ত করতে তিনি মোবাইল নম্বর পরিবর্তন এবং মাঝে মাঝে চেহারা পরিবর্তনের জন্য দাড়ি রাখতেন।
গ্রেফতারের অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল ইসলাম। অভিযানে আরও অংশ নেন এসআই ফোরকান মিয়া, এএসআই রাসেল, এএসআই জসিম আকন ও এএসআই আবু ফয়সাল।
গ্রেফতারের পর রেজাউল করিমকে সংশ্লিষ্ট ওয়ারেন্ট অনুযায়ী আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও অভিযোগ যাচাই-বাছাই চলছে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: