মির্জাপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

মির্জাপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে করণীয় সম্পর্কে বুধবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম.আরিফুল ইসলাম।
 
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার,মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরীসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
 
সভাশেষে এসএসসি পরীক্ষায় যেসকল শিক্ষাপ্রতিষ্ঠান গড় ৮০ শতাংশের বেশি ফলাফল করেছে সেকল প্রতিষ্ঠানকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর