মির্জাপুরে অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫ ১৬:০৮ পিএম

মির্জাপুরে অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা

শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে হুফফাজ ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ও আবু হুরায়রা (রা:)হিফজ মাদরাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে কুরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে ৬জন দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন,মির্জাপুর থানা জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা ফরিদুল হুসাইন।
 
মির্জাপুর মারকাযুল উম্মাহ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মনিরুজ্জামান খানের সভাপতিত্বে এ সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা হাফিজুর রহমান।এ সময় হাফেজ,মাওলানা,মুফতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার মাদরাসা থেকে আগত প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।প্রতিযোগিতায় ক্ষুদে হাফেজরা কুরআন তেলাওয়াত ও হিফজ প্রদর্শন করে উপস্থিত সবার মন জয় করেন।
 
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ইয়েস কার্ড,ক্রেস্ট,সার্টিফিকেট ও বিভিন্ন মূল্যবান পুরস্কার তুলে দেন অতিথিরা।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর