পটুয়াখালীতে স্বামীর নির্যাতনে গৃহবধূ হাসপাতালে

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫ ২০:১০ পিএম

মো. জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হালিমা বেগম (২৫) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে জসিম হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদারের সঙ্গে হালিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী আল আমিন। তাদের দাম্পত্য জীবনে ইমাম হোসাইন নামে চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

গত ৫ অক্টোবর সকালে আল আমিনের বাড়িতে স্বামীর নির্যাতনের শিকার হন হালিমা বেগম। খবর পেয়ে তার বাবা আমির মোল্লা গুরুতর আহত অবস্থায় মেয়েকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত হালিমা বেগম বলেন, আমার স্বামী প্রায়ই টাকা চায় এবং সেই টাকা নেশা করার কাজে ব্যয় করে। সর্বশেষ অটোরিকশা কেনার কথা বলে টাকা দাবি করে, কিন্তু না দেওয়ায় আমাকে বেধড়ক মারধর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন হাওলাদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে থাকেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর