মির্জাপুর উপজেলা শাখার মানবাধিকার কমিশনের শপথ গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

শামীম মিয়া,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে এ আয়োজন হয়।অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান খান।শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো.লাভলু সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম
অনুষ্ঠান উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের।সাধারণ সম্পাদক কাজী তাজ উদ্দিন আহমেদ রিপন
শপথগ্রহণ অনুষ্ঠানে জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম দুলাল,আ.আউয়াল খান তাপস,অর্থসম্পাদক আবু রায়হান খান,শিশু বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা,মির্জাপুর পৌর শাখার সভাপতি শহীদুর রহমান,সাধারণ সম্পাদক রেমন মিয়া ও নবাগত কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: