ফতেপুর ময়নাল হক কলেজে ১৮ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম

শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক(এইচএসসি)পরীক্ষায় অংশ নেওয়া ১৮ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি বলে জানাগেছে।কলেজটি থেকে এবারই প্রথম উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা।গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
প্রকাশিত ফলাফল ও কলেজ সূত্রে জানা যায়, কলেজের মানবিক বিভাগ থেকে ১৮ জন শিক্ষার্থী এবারই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়।ফলাফল প্রকাশ হলে দেখা যায় সবাই অকৃতকার্য হয়েছে।
এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এ,টি,এম আবদুল মতিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি শারিরীকভাবে অসুস্থ।এ ব্যাপারে আমাদের সহকারী প্রধান শিক্ষক ভালো বলতে পারবেন।আপনি তার সাথে যোগাযোগ করেন।
সহকারী প্রধান শিক্ষক গৌর চন্দ্র সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার জানান,এমন বিপর্যয়ের নেপথ্যে কয়েকটি কারণ জড়িত।এরমধ্যে প্রধান কারণ ছিলো শিক্ষার্থীরা ক্লাসমুখী ছিল না। তারা সবাই প্রাইভেটের দিকে ঝুকে ছিলো।এছাড়া আন্দোলন পরবর্তী সময়ে লেখাপড়ায় বিমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম জানান,এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসারের থেকে জেনে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: