মিরসরাইয়ে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ২২:১২ পিএম

মিরসরাই প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগরে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনিত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল খালেকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মিয়া সওদাগর, বেলায়েত হোসেন সিরাজ, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াছিন মিজান, সাবেক যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু, রেজাউল করিম নোমান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম কমান্ডার, জোরারগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, বিএনপি নেতা রাসেল, ফজলুল মুরাদ, এমরান হোসেন শামীম সহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর