পটুয়াখালী জেলা: শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়ে সম্মাননা পেলেন মোঃ রাসেল মিয়া, এএসআই (নিরস্ত্র), কলাপাড়া থানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৫ ২৩:১২ পিএম
মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) — নভেম্বরে পটুয়াখালী জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন ক্রীড়াশীল ও দায়িত্বশীল কর্মকান্ডের ভিত্তিতে পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন মোঃ রাসেল মিয়া, যিনি কলাপাড়া থানায় এএসআই (নিরস্ত্র) হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সম্মাননা জেলা পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ এর হাতে তুলে দেওয়া হয়।
এএসআই মোঃ রাসেল মিয়া অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল এবং বিভিন্ন অপরাধীদের ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে তাঁর প্রতি সম্মাননা প্রদানের সময় পুলিশ প্রশাসন উল্লেখ করে। তাঁর এই অর্জনে থানা ও জেলার অন্যান্য সদস্যদের মধ্যেও উচ্ছ্বাস বিরাজ করছে।
এএসআই রাসেল মিয়া তাঁর কাজের প্রতি আস্থা ও কর্তৃপক্ষের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জানান
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: