ফিল্মিস্টাইলে ১০ লক্ষ টাকা দিনদুপুরে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ফাইল ফটো

শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ফিল্মিস্টাইলে দিনদুপুরে জমি বিক্রির বায়না চুক্তির ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে আনুমানিক প্রায় ৪ টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা এলাকায়।

বৃহস্পতিবার রাতে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে মির্জাপুর থানার উপ-পরিদর্শক জাবেদ পারভেজ।
 
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়,গত বুধবার বিকেলে জমি বিক্রির বায়না চুক্তির ১০ লক্ষ টাকা নিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেলযোগে ব্যাগভর্তি টাকা নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয় আব্দুর রাজ্জা (৪৯)।সে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।এসময় তার সাথে আপন সহোদর  মিনহাজ ও ভাতিজা আশরাফুল ছিলেন।পথিমধ্যে দেওহাটা বাসস্ট্যা-পার হয়ে যাওয়ার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সার্ভিস সড়কের বেঙ্গল এনএফকে টেক্সটাইল লিঃ ফ্যাক্টরির পশ্চিম অংশে পৌঁছানো মাত্রই পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে পড়ে যায় এবং তাৎক্ষণিক সময়ের মধ্যেই প্রাইভেটকারের ভেতর থেকেই হাত বাড়িয়ে কৌশলে ব্যাগভর্তি টাকা নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা।পরে তারা ধাওয়া করলেও দুর্বৃত্তদের ধরতে পারেনি।
 
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান,এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে।মামলা নাম্বার-৩২। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর