গলাচিপা উপজেলা বিএনপির নেতৃত্বে হাসান মামুন এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ"।
মো:জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালী প্রতিনিধি: মনোনয়ন ফরম সংগ্রহ শেষে বিএনপি'র অগ্রনায়ক তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর আগমনের শুভেচ্ছা মিছিল বের করে।
আসন্ন ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য -ছাত্রনেতা হাসান মামুনের পক্ষে গলাচিপা উপজেলা বিএনপিও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ওসমর্থকদের সমন্বয়ে সোমবার বেলা -১১টায় বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুর সাত্তার হাওলাদারের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসারের দপ্তর থেকে নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করে।পটুয়াখালী -১১৩(৩)গলাচিপা দশমিনা আসনে সংসদ নির্বাচনে জননেতা হাসান মামুন নির্বাচনে অংশ নেওয়ার জন্য ঘোষণা দেন এবং ভোটারদের দোয়া কামনা করেন।
তিনি বিএনপির সকল নেতা কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে বিএনপি'র অগ্রনায়ক তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর আগমনের শুভেচ্ছা মিছিল বের করে।
এছাড়া ইসলামী শাসনতন্ত্র (চরমোনাই প্রার্থী) নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করে বলে অফিস সূত্রে জানা যায় ।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: