পটুয়াখালী-৩ আসনে ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬ ১৮:০১ পিএম

মো:জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বৃহস্পতিবার পটুয়াখালী ডিসি অফিসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সকল প্রার্থীর উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।

যাচাই-বাছাই শেষে নুরুল হক নূর, শহীদুল ইসলাম ফাহিম, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, জামায়াতে ইসলামী থেকে মু. শাহ্ আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু বক্কর সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু ও এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়।
 
জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, মিজানুর রহমান বাবু ও এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিলের কারণ হলো প্রয়োজনীয় ভোটারের সংখ্যা পূরণ না করা। এইভাবে পটুয়াখালী-৩ আসনে ৫ প্রার্থী নির্বাচনী মাঠে লড়বেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর