চেয়ারম্যানসহ কমিশনারদের অবরুদ্ধের জের
২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলো বিএসইসি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৫ মার্চ বিএসইসি চেয়ারম্যানসহ কমিশনারদের অবরুদ্ধের জেরে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কমিশন। অবরুদ্ধের ওই ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলায় অভিযুক্ত ১৪ জনসহ আরও ৭ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার বিএসইসির ওয়েবসাইটে বরখাস্তের বিষয়টি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, চাকরির শৃঙ্খলা ভঙ্গ, কর্মচারির পক্ষে শোভনীয় নয়, এমন আচরণ, উর্ধ্বতন কর্মকর্তার আইনসংগত আদেশ অমান্যকরণ, কমিশনের আদেশ ও নির্দেশাবলির প্রতি অবজ্ঞা প্রদর্শনের কারণে সাময়িক বরখাস্তের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে।
মামলায় অভিযুক্ত হিসাবে সাময়িক বরখাস্তের তালিকায় রয়েছেন–নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্মপরিচালক রাশীদুল আলম (৪৮), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিম বিল্লাহ (৫১), উপপরিচালক বনী ইয়ামিন খান (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপ পরিচালক শহিদুল ইসলাম (৪২), তৌহিদ হাসান (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), রায়হান কবীর (৩০), সাজ্জাদ হোসেন, আবদুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১) ও ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ (২৯)।
চেয়ারম্যানসহ কমিশনারদের অবরুদ্ধের ঘটনার পরদিন (৬ মার্চ) উল্লেখিত ১৬ জনের বিরুদ্ধে বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি করেন। এ মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিনে আছেন তারা। তবে ওই ১৬ জনের মধ্যে নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে আগেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অপর নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেছেন।
মামলার আসামিদের বাইরে আরো যে ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন- অতিরিক্ত পরিচালক মোল্লা মো. মিরাজ উস সুন্নাহ, পরিচালক আবুল হাসান, ফখরুল ইসলাম মজুমদার, উপ-পরিচালক নানু ভূঁইয়া, কাজী মো. আল ইসলাম, সহকারী পরিচালক তরিকুল ইসলাম ও ব্যক্তিগত কর্মকর্তা সমীর ঘোষ।
আজ বিএসইসির পক্ষ থেকে বরখাস্তের বিষয়টি জানানো হলেও গত মঙ্গলবার বিএসইসির জরুরী কমিশন সভায় বরখাস্তের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় কমিশনার মো. মহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন। বুধবার সকালে কাজে যোগ দেওয়ার পর সাময়িক দরখাস্তের আদেশ হাতে পেয়েছেন তারা।
আপনার মূল্যবান মতামত দিন: