স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে লন্ডনে গণসমাবেশ

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫ ০৯:০৪ এএম

চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে লন্ডনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ এপ্রিল লন্ডনের ঐতিহাসিক আলতাফ আলী পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল : ‘গণহত্যা বন্ধ করো, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করো।’

সমাবেশে লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত শত শত শান্তিকামী মানুষ অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যা মানবতার চরম লঙ্ঘন। বিশ্ব বিবেককে এখনই জাগ্রত হতে হবে। অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রতিবাদ কর্মসূচিতে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন ধর্ম, জাতি ও সম্প্রদায়ের শান্তিকামী মানুষ অংশগ্রহণ করেন। এতে অংশ নেন মানবাধিকার কর্মী, শীর্ষস্থানীয় কমিউনিটি নেতা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকেরা।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে প্রতিদিন শিশুদের হত্যা করা হচ্ছে, হাসপাতাল ও স্কুলে বোমা বর্ষণ চলছে। এটি কোনো সাধারণ সংঘাত নয়, এটি একটি পরিকল্পিত জাতিগত নিধন একটি চলমান গণহত্যা।

তারা আরও বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি এই নীরবতা ভেঙে অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধে পদক্ষেপ নিন এবং ১৯৬৭ সালের সীমানাভিত্তিক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগ নিন।

সমাবেশে ইসরায়েলের পণ্য বর্জন, যুদ্ধবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ব্রিটিশ সরকারকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, এই আন্দোলন মানবতার পক্ষে, শান্তির পক্ষে।

ব্রিটেনে সর্ব দলীয় সংগঠন ‘বাংলাদেশি উলামা-মাশায়েখ ইউ কে’ এর উদ্যোগে সংঘটনের সভাপতি মাওলানা এ কে মাওদুদ হাছানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর