আরও শক্তিশালী হচ্ছে হামাস, নিয়োগ দিয়েছে ৩০ হাজার যোদ্ধা
আরও শক্তিশালী হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এবার তারা গাজায় ৩০ হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে। ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল এ তথ্য প্রকাশ করেছে। তরুণ এ যোদ্ধাদের হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসেম ব্রিগেডে যুক্ত করা হয়েছে।
নতুন যোদ্ধাদের গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে তাদের শহুরে যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক স্থাপন ছাড়া অন্য কোনো সামরিক দক্ষতা নেই বলে দাবি করেছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া।
২০২৩ সালের ৭ অক্টোবর স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আসছে ইসরাইল। দেশটি তাদের জিম্মিদের মুক্ত করার চেষ্টা করে যাচ্ছে। তবে দেড় বছরের বেশি সময় ধরে বর্বর হামলা চালিয়েও এখন পর্যন্ত পুরোপুরি গাজার নিয়ন্ত্রণ নিতে পারেনি।
আপনার মূল্যবান মতামত দিন: