গাজায় শিক্ষা বঞ্চিত সাড়ে ৬ লাখের বেশি শিশু: ইউনিসেফ

প্রকাশিত: ০১ মে ২০২৫ ২০:০৫ পিএম

ইসরাইলিদের অগ্রাসণের কারণে গাজায় ৬ লাখ ৬০ হাজার শিশু শিক্ষা বঞ্চিত। যুদ্ধের কারণে তারা বর্তমানে স্কুলে যেতে পারছে না। সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতা চুক্তি শেষ হওয়ার পর আবার যখন ইরাইল বোমা হামলা শুরু করে তখন অস্থায়ী শিক্ষাকর্মকাণ্ডগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের মতে, ইসরাইলি বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরাইল।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর