দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন
কাশ্মীর হামলার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’

কাশ্মীর হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত-টেলিগ্রামে ‘ফাঁস হওয়া’ এক গোপন নথির উদ্ধৃতি দিয়ে চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়েছে, সূত্রগুলো জানায়, এই নথিটি ভারতের সরকারের পাহেলগাম হামলায় জড়িত থাকার স্পষ্ট প্রমাণও বহন করে। নথিতে বলা হয়েছে, হামলার ৩৬ ঘণ্টা পর গণমাধ্যমে একটি পাকিস্তানবিরোধী বর্ণনা তৈরি করতে হবে।
টেলিগ্রামে ‘ফাঁস হওয়া’ গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পেহেলগামের ওই ঘটনাটিকে ‘অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হামলা’ বলে প্রচার চালানোর সুস্পষ্ট নির্দেশ দেয়া হয়েছিল।
এতে আরো দাবি করা হয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই’কে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে ওই নথিতে।
চলমান উত্তেজনাময় পরিস্থিতিতে ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি জানান, ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের জবাব শক্তভাবে দেয়া হবে।
অন্যদিকে কাশ্মীরের হামলার ঘটনায় জড়িতদের প্রতি কড়া বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, হামলার সঙ্গে যুক্ত সবাইকে খুঁজে বের করা হবে এবং কাউকেই ছাড় দেয়া হবে না।
টানটান এ পরিস্থিতিতে ভারতকে সংযত আচরণ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। এরআগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে সংকট নিরসনের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
আপনার মূল্যবান মতামত দিন: