গাজায় সামরিক অভিযান আরও বাড়াতে যাচ্ছে ইসরাইল

গাজায় সামরিক অভিযানের মাত্রা আরও বাড়াতে যাচ্ছে ইসরাইল। দেশটির নিরাপত্তা ক্যাবিনেট এ সংক্রান্ত পরিকল্পনা অনুমোদন দিয়েছে। তবে রোববার পূর্ণাঙ্গ ক্যাবিনেটে পরিকল্পনাটি অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলি কর্মকর্তার বরাতে ইনেত নামক সংবাদমাধ্যমে বলা হয়, হামাস যতদিন জিম্মিদের ছেড়ে না দিচ্ছে, আমরা সামরিক অভিযানের তীব্রতা আরও বৃদ্ধি করতে থাকব।
প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে নেতানিয়াহুর কার্যালয়ে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কার্যালয়ের মুখপাত্র কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে প্রতিবেদনের দাবি সত্য হলে, গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির বিষয়ে কোনও অগ্রগতি অর্জিত হয়নি বলে বলে নিশ্চিত হওয়া যাবে।
শুক্রবারও গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলা অব্যাহত ছিল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন অন্তত ২৫ জন ফিলিস্তিনি ইসরাইলি হামলায় নিহত হয়েছেন।
এদিকে গত নভেম্বরে আন্তর্জাতিক আদালতেও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োআভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। গাজার এই সংকট বিশ্ব শান্তির জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদ সৃষ্টি করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: