রাশিয়ার মস্কোতে ব্যাপক ড্রোন হামলা, মস্কোর চার বিমানবন্দর বন্ধ

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৬ মে ২০২৫ ০৯:০৫ এএম

রাশিয়ার মস্কোতে ব্যাপক ড্রোন হামলা

ড্রোন হামলায় কেঁপে উঠল মস্কো। রাশিয়ার রাজধানী মস্কোতে ব্যাপক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার পর মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়ার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হামলার পর নিরাপত্তার স্বার্থে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর- ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি- অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘বিভিন্ন দিক থেকে’ শহরে পৌঁছানোর আগেই কমপক্ষে ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান মহাসড়কে পড়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইউক্রেন এখনো মস্কোতে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে খারকিভের মেয়র বলেছেন, রাশিয়া রাতভর শহরের পাশাপাশি কিয়েভেও ড্রোন হামলা চালিয়েছে। 

এদিকে মস্কোর পাশাপাশি, পেনজা এবং ভোরোনেজ সহ রাশিয়ার অন্যান্য শহরের গভর্নররাও জানিয়েছেন,  মঙ্গলবার রাতে তাদের শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। 

এনিয়ে টানা দ্বিতীয় রাতে মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলার খবর দিলো রাশিয়া। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা মস্কোতে রাতভর ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

তিন বছরেরও বেশি সময় আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের পর থেকে, কিয়েভ মস্কোর উপর বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। মার্চ মাসে তাদের সবচেয়ে বড় হামলায় তিনজন নিহত হয়েছে।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর