ভারতীয় হামলার বিপরীতে উপযুক্ত জবাব দেয়া হচ্ছে
নিউজ ডেস্ক
প্রকাশিত:
০৭ মে ২০২৫ ০৪:০৫ এএম
আপডেট: ০৭ মে ২০২৫ ৫:৩৬ এএম
আপডেট: ০৭ মে ২০২৫ ৫:৩৬ এএম

পাকিস্তানে মিসাইল হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ হামলা চালানো হয়। হামলায় এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জবাবে ভারতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘পাকিস্তান বিমান বাহিনী, সেনাবাহিনী ভারতের কাপুরুষোচিত হামলার বিপরীতে উপযুক্ত জবাব দেয়া হচ্ছে।’
সূত্র আরও জানায়, যেকোনো মূল্যে নিরীহ পাকিস্তানিদের রক্তের বদলা নেয়া হবে। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, ভারত এখন পর্যন্ত শুধুমাত্র বেসামরিক এবং নিরস্ত্র নাগরিকদেরই লক্ষ্যবস্তু করেছে।
পাকিস্তানের সেনাবাহিনী জোর দিয়ে বলেছে, প্রত্যেক নিরীহ পাকিস্তানির আত্মত্যাগের প্রতিশোধ নেয়া হবে।
এর আগে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছিলেন, আজাদ কাশ্মীরের কোটলি, বাহওয়ালপুর এবং মুজাফ্ফরাবাদে কাপুরুষোচিত হামলা চালিয়েছে ভারত।
এদিকে পাকিস্তানে হামলার তথ্য নিশ্চিত করে ভারতীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সামরিক অবকাঠামোকে নিশানা করা হয়নি।
এমএসএস
আপনার মূল্যবান মতামত দিন: