ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ শুরু হয়েছে

প্রকাশিত: ১০ মে ২০২৫ ১৪:০৫ পিএম
আপডেট: ১০ মে ২০২৫ ২:০২ পিএম

ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ শুরু করেছে পাকিস্তান

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা সাম্প্রতিক ‘ভারতীয় আগ্রাসনের’ প্রতিশোধ হিসেবে ভারতের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।

স্থানীয় সময় শনিবার সকালে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “পাকিস্তান জবাব দেয়!!” ইসলামাবাদ তাদের প্রতিশোধকে ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ বলে অভিহিত করেছে। এই অভিযানের নামকরণ করা হয়েছে, একটি কোরআনের আয়াতের নামানুসারে, যার অর্থ ‘অটুট প্রাচীর’।

পাকিস্তান জানিয়েছে, তারা ভারতের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। ভারতের পাঠানকোট বিমান ঘাঁটি এবং উধমপুর বিমান বাহিনী স্টেশনে আঘাত হেনেছে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘চোখের বদলে চোখ’ প্রতিশোধ হিসেবে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে ভারতীয় বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে। 

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর