জামিন, জামিন স্থগিত ও পরে স্থগিতের আদেশ প্রত্যাহার

চিন্ময় দাসের জামিনে নাটকীয়তা; রোববার ফের শুনানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫ ১৯:০৪ পিএম
আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ৮:৪২ পিএম

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস

জামিন, জামিন স্থগিত ও পরে স্থগিতের আদেশ প্রত্যাহার, রোববার ফের পূর্ণাঙ্গ শুনানি, বুধবার সারাটা দিন ই ছিল রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন সংক্রান্ত নাটকীয়তায় ভরপুর। কার চাপে জামিন স্থগিতের পর আবারো স্থগিতের আদেশ প্রত্যাহার? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্রথমে জামিন, তারপর জামিন স্থগিত, পরে আবারো স্থগিতের আদেশ প্রত্যাহার করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

পুনরায় আগামী রোববার (৪ মে) জামিন স্থগিতের আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেছেন তিনি। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, আরশাদুর রউফ, আব্দুল জব্বার ভূঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান।

এর আগে ওইদিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাইকোর্টের দেয়া চিন্ময় দাসের জামিন আদেশ স্থগিত করেছিলেন চেম্বার আদালত। তখন আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, বিচারপতি রেজাউল হক সিদ্ধান্ত নিয়েছেন আগামী ৪ মে চিন্ময় দাসের আইনজীবীর বক্তব্য শুনে পরবর্তী আদেশ দেবেন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ পরবর্তীতে জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন মঞ্জুর করেন। হাইকোর্টে চিন্ময়ের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করা হয় ২০২৩ সালের ৩১ অক্টোবর, চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে। তার আগে ২৫ অক্টোবর ও পরে ২২ নভেম্বর চট্টগ্রাম ও রংপুরে সনাতনী সম্প্রদায়ের দুটি বড় সমাবেশের আয়োজন করেন তিনি।

২০২৩ সালের ২৫ নভেম্বর তাকে ঢাকায় গ্রেপ্তার করে পুলিশ। পরদিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন আদালত প্রাঙ্গণে আইনজীবী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।

এরপর থেকে কারাগারে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। চলতি বছরের জানুয়ারিতে তার জামিন আবেদন নামঞ্জুর করে মহানগর দায়রা জজ আদালত। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।

এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর