মামলা নিষ্পত্তির সময় সহনশীল করতে হবে: বিচারপতি মাহমুদুল হক

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক বলেছেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় দেশে মামলাজট মারাত্মক আকার ধারণ করেছে। এতে অর্থের অপচয় হচ্ছে, জনগণ হয়রানিরও শিকার হচ্ছেন।
বিচার প্রক্রিয়ায় সম্পৃক্ত সবার আন্তরিক ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মামলা নিষ্পত্তির দীর্ঘ সময় কমিয়ে সহনশীল পর্যায়ে আনতে হবে বলে মত দেন তিনি।
রোববার (৪ মে) যশোর জজকোর্ট চত্বরে আগত বিচারপ্রার্থী ও সাধারণ জনগণের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিচারপতি মাহমুদুল হক।
তিনি আরও বলেন, পয়সাওয়ালা লোকেরা সাধারণত আদালতে আসেন কম। বিচারপ্রার্থী সাধারণ মানুষ আদালতে এসে দীর্ঘ সময় অবস্থানকালে সীমাহীন কষ্ট ভোগ করেন। তাদের কষ্ট কিছুটা লাঘবে সরকার ‘ন্যায়কুঞ্জ’ প্রতিষ্ঠা করেছে।
যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দায়রা জজ নুরুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর, জিপি আব্দুল মোহাইমেন এবং পিপি সৈয়দ সাবেরুল হক সাবু।
অনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, সাধারণ সম্পাদক এম এ গফুর, দুর্নীতি দমন কমিশনের পিপি সিরাজুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি আব্দুল লতিফ লতা, জেলা ও দায়রা জজ আদালতের নাজির বাবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে বিশ্রামাগারটি নির্মিত হয়েছে। এক হাজার বর্গফুটের এই বিশ্রামাগারের নির্মাণকাজ শেষ হয়েছে ২০২৩ সালে। এটি জেলা ও দায়রা জজের কাছে হস্তান্তর হয়েছে ২০২৪ সালের ১৮ জুন। বিশ্রামাগারটি ৪ মে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো।
আপনার মূল্যবান মতামত দিন: