ডাকসু স্থগিতাদেশে হাইকোর্টের আদেশ চেম্বার জজ আদালতে স্থগিত
আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ৭:২৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চেম্বার আদালত এ আদেশ দেন।
এর আগে একই দিন এক রিট আবেদনের শুনানির প্রেক্ষিতে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে এ বিষয়ে ব্রিফিংকালে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদনের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির।
ব্রিফিংয়ে আইনজীবী শিশির মনির বলেন, এটা অনেকটাই নজিরবিহীন। গত ২৬ আগস্ট আমরা চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছি। এরপর আরও ৫ দিন চলে গেছে, এই প্রেক্ষিতে নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, নির্বাচন প্রক্রিয়া যদি স্থগিত থাকে তাহলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঘণ্টা-মিনিটের হিসাব ধরে যত দ্রুত সম্ভব আমরা চেম্বার আদালতে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে একটি পিটিশন দায়ের করবো।
এরমধ্যেই সোমবার বিকেলে বিষয়টি নিয়ে শুনানিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার। আর স্বাধীনতার পর মাত্র সাতবার হয় ডাকসু নির্বাচন। যারমধ্যে সবশেষ ভোটগ্রহণ হয় ২০১৯ সালে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: