ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে: প্রসিকিউশন

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৯ এএম
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৮ এএম

জুলাই আন্দোলনে কুষ্টিয়াতে ৭ জন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদন দাখিল করা হয়।

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট ৮ অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। প্রসিকিউশন জানিয়েছেন, ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে।

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর