কাশ্মীরের ঘটনায় মোদিকে সমবেদনা ড. ইউনূসের
কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা পোস্ট করা হয়।
বার্তায় নরেন্দ্র মোদিকে ড. মুহাম্মদ ইউনূস বলেন, কাশ্মীরের পেহেলগামে অতর্কিত হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আবারও নিশ্চিত করতে চাই।
গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে কতজন হতাহত হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও নিরাপত্তা বাহিনীর সূত্র বলছে, নিহতের সংখ্যা অন্তত ২৬।
আপনার মূল্যবান মতামত দিন: