সুন্দরবনের মধুসহ জিআই নিবন্ধন সনদ পেয়েছে ২৪ পণ্য

সুন্দরবনের মধুসহ ভৌগলিক নির্দেশক (জিআই) হিসাবে নিবন্ধন সনদ পেয়েছে ২৪টি পণ্য। বুধবার আনুষ্ঠানিকভাবে এসব পণ্যের জিআই সনদ বিতরণ করা হয়েছে।
সুন্দরবনের মধু ছাড়া আরও যেসব পণ্যের জিআই নিবন্ধন সনদ দেওয়া হয় সেগুলোর মধ্যে রয়েছে-মধুপুরের আনারস, কুমিল্লার খাদি, সিলেটের মনিপুরি শাড়ি, মিরপুরের কাতান শাড়ি, সিরাজগঞ্জের লুংগি, কুমারখালীর বেডশিট ইত্যাদি।
আন্তর্জাতিক মেধাসম্পদ দিবস-২০২৫ উপলক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এ সনদ তুলে দেয়। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। মেধা সম্পদ দিবসের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পী, অভিনেত্রী ও সংগীত পরিচালক আরমিন মুসা। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সংগীতশিল্পী, প্রযোজক, আইন বিশেষজ্ঞ, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক অংগনের প্রতিনিধিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচকবৃন্দ বলেন, বর্তমান সৃজনশীল অর্থনীতিতে মেধাস্বত্বের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি ও আইনি কাঠামোর উন্নয়নের মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালীকরণে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর জোর প্রদান করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: