জুলাই ঘোষণাপত্র নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৫ আগষ্ট ২০২৫ ২১:০৮ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত জুলাই ঘোষণাপত্র কেমন হয়েছে- এ নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্রের মধ্যদিয়ে সরকার সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আনতে সক্ষম হয়েছে। যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল, সেসব রাজনৈতিক দল এসেছে–এটা অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি সবার প্রত্যাশা প্রতিফলিত হয়েছে।’

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান আসিফ নজরুল।

তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানকে রিক্রিয়েট করা, সেলিব্রেট করা, জুলাই ঐক্যকে তুলে ধরা খুব প্রয়োজন ছিল। রাষ্ট্র ভবিষ্যতে কোন লক্ষ্যে ধাবিত হতে চায়, তরুণ সমাজের আকাঙ্ক্ষা কী, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী–সবকিছুই আমরা এখানে সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি।’

এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রশ্নে কোনো মন্তব্য করেননি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সো ফার সো গুড। সরকারে থাকা অবস্থায় কমেন্ট করবা না। গতকালের এক কমেন্ট নিয়ে আমি বিপদে আছি। সো ব্যাটার হচ্ছে, আমরা যখন গুছিয়ে লিখতে পারব, তখন লিখব। এতদূর পর্যন্ত আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অনেক বড় জার্নি ছিল।’

মাহফুজ আরও বলেন, ‘সব রাজনৈতিক দল এসেছে–এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের জন্য একটা দীর্ঘ সময় যদি আমরা এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে যে নতুন বাংলাদেশ চেয়েছি, সেটা সম্ভব হবে।’

এর আগে বিকেল ৫টার কিছু পরে সব রাজনৈতিক দলের নেতা ও হাজারো ছাত্র-জনতার উপস্থিতিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর