প্রধান উপদেষ্টার সাথে রাবি ভিসির সাক্ষাত ও মতবিনিময়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান।
বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাতকালে রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে, বিশেষ করে শিক্ষার সুযোগ-সুবিধা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ ও তাদের সমস্যা সম্পর্কে প্রধান উপদেষ্টা জানার আগ্রহ প্রকাশ করলে উপাচার্য তাঁকে সেসব বিষয়ে অবহিত করেন। এ সময় মাননীয় প্রধান উপদেষ্টা উপাচার্যকে সেসব বিষয়ে কিছু পরামর্শ দেন।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচনের বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন তিনি। এ সময় স্থগিত হয়ে যাওয়া দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এআরএস
আপনার মূল্যবান মতামত দিন: