আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

নিউজ ডেস্ক প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৫ ০৯:০৮ এএম

বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য শনিবার দেশের ২ জেলায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২৯ আগস্ট) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির গ্রিড সংরক্ষণ বিভাগের (জিএমডি) রংপুরের নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কুড়িগ্রামের নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত জিএমডির আওতাধীন রংপুর-কুড়িগ্রাম ও রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি সঞ্চালন লাইনের অকোজো কন্ডাক্টর পরিবর্তন এবং ১৩২ কেভি লালমনিরহাট ক্ষতিগ্রস্ত কন্ডাক্টর মেরামতের কাজ করা হবে।

ফলে এই সময়ে লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্রের আওতাধীন লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় প্রায় ১২০ মেগাওয়াট লোডশেড হবে। সেই সঙ্গে একই সময়ে রংপুর শহরে ৩৩ কেভি লালবাগ ফিডারের আওতাধীন এলাকায় প্রায় ২০ মেগাওয়াট লোডশেড হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সিস্টেমের নিরাপত্তার স্বার্থে এসব সংরক্ষণ কাজ করা অতি জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর