"গত ১৬ বছরে যা ঘটেছে তা নির্বাচন নিয়ে একটি উপহাস ছিল"
আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১:৪৮ এএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেছেন ইউকে বাণিজ্য দূত রোজি উইন্টারটন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতকালে বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতার উপর বিস্তারিত আলোচনা করেন তারা।
দুই নেতা বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিষ্কার শক্তি এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক অংশগ্রহণ সহ প্রধান বিষয় নিয়ে মত বিনিময় করেন। তারা বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়েও আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, বলেছেন যে এটি অনেক বছরের মধ্যে প্রথম সত্যিকারের গণতান্ত্রিক ভোটকে চিহ্নিত করবে।
প্রধান উপদেষ্টা বলেন,"গত ১৬ বছরে যা ঘটেছে তা নির্বাচন নিয়ে একটি উপহাস ছিল" তিনি ভোটের পরে তার আগের ভূমিকায় ফিরে আসতে চান বলে জানান।
তিনি ভুল তথ্য প্রতিরোধ করার জন্য সরকারের প্রচেষ্টার রূপরেখা দিয়েছেন এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন।
রাষ্ট্রদূত উইন্টারটন বাংলাদেশের সাম্প্রতিক ব্যবসায়িক বিধি, কাস্টমস ও রাজস্ব ব্যবস্থার সংস্কারের প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমানযাত্রা এবং পরিষ্কার শক্তিতে গভীর সহযোগিতার সম্ভাবনার উপর জোর দেন, এবং ইউএন সাধারণ অধিবেশনে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন, বিশেষ করে ইউএনজিএ সভায় শীর্ষ রাজনৈতিক দলের নেতাদের অন্তর্ভুক্ত করার জন্য তার উদ্যোগের প্রশংসা করেন।
সভায় আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি, বাংলাদেশের ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, সিনিয়র সচিব ও এসডিজি কো-অর্ডিনেটর লামিয়া মোরশেদ, এবং পূর্ব ইউরোপ ও সিআইএস উইং এর মহা পরিচালক মোঃ মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন ।
এআরএস
আপনার মূল্যবান মতামত দিন: