ডিএমটিসিএলের এমডি হলেন প্রকৌশলী ফারুক আহমেদ
মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব নিয়েছেন বৈশ্বিক অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলী ফারুক আহমেদ। গতকাল বুধবার তিনি দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।
মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব নিয়েছেন বৈশ্বিক অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলী ফারুক আহমেদ। গতকাল বুধবার তিনি দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন দ্রুত এব কম খচরে চালু করার ক্ষেত্রে যুক্ত ছিলেন ফারুক আহমেদ। স্টেশন দুটি চালু করতে এক বছর সময় এবং সাড়ে ৩০০ কোটি টাকার মতো খরচ হবে বলে জানিয়েছিল পতিত শেখ হাসিনা সরকার। কিন্তু মাত্র প্রায় দুই কোটি টাকা ব্যয় করে তিন মাসের মধ্যে দুটি স্টেশন চালু করতে সক্ষম হয় অন্তর্বর্তী সরকার।
জানা যায়, গণঅভ্যুত্থানের পর ডিএমটিসিএলের এমডি নিয়োগে সড়ক পরিবহন মন্ত্রণালয় আন্তর্জাতিক বিজ্ঞপ্তি দিলে দেশি-বিদেশি ৭৬ জন আবেদন করেন। তাদের মধ্য থেকে ৭ জনের সংক্ষিপ্ত তালিকা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি। সেখান থেকে ফারুক আহমেদকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়।
ফারুক আহমেদ অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও হংকং—এর মেট্রোরেল নির্মাণ ও পরিচালনায় কাজ করেছেন। দেশে-বিদেশে বড় অবকাঠামো নির্মাণ ও পরিচালনার ক্ষেত্রে ৩৭ বছর কাজ করেছেন তিনি। এর মধ্যে ২৫ বছরই মেট্রোরেল পরিচালনা ও পরিবহন অবকাঠামো প্রকল্পে যুক্ত থাকেন তিনি। ফারুক আহমেদ সবশেষ ভারতের উত্তর প্রদেশে মালামাল পরিবহনে ৩ হাজার ৭০০ কিলোমিটার দৈর্ঘ্যের বিশেষায়িত মহাসড়ক নির্মাণ প্রকল্পে কর্মরত ছিলেন। তার আগে দেশটির পশ্চিমবঙ্গের কলকাতা মেট্রোরেলের ইস্ট-ওয়েস্ট লাইনেও কাজ করেছেন তিনি।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে ১৯৮২ সালে পুরকৌশলে স্নাতক করা ফারুক আহমেদ পুরকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন অস্ট্রেলিয়া থেকে। নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে এ ডিগ্রি নেওয়ার পর ২০০৪ সালে দেশটি থেকে ব্যবসায় প্রশাসনেও স্নাতকোত্তর (এমবিএ) সম্পন্ন করেন তিনি। এ ছাড়া আয়ারল্যান্ড, পর্তুগাল, হংকং, নিউজিল্যান্ড ও ম্যাকাও থেকেও নানা পেশাগত দক্ষতাবিষয়ক বিভিন্ন ডিগ্রি নিয়েছেন ফারুক আহমেদ।
আওয়ামী লীগ সরকারের সময় প্রায় আট বছর ডিএমটিসিএলের এমডির দায়িত্বে ছিলেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব এম এ এন সিদ্দিক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তার নিয়োগ বাতিল করে ভারপ্রাপ্ত হিসেবে এমডির দায়িত্ব পান সরকারের অতিরিক্ত সচিব আব্দুর রউফ।
আপনার মূল্যবান মতামত দিন: